ডোনেশন নীতিমালা (Donation Policy)

আমরা ডোনেশন নিয়ে কি করবো বা কেন ডোনেশন চাইছি অথবা আমাদের ডোনেশন চাওয়ার মূল উদ্দেশ্য কি ?

প্রিয় দ্বীনদার ভাই-বোন! আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! 
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার এবং দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ(সঃ) উপরে। আশাকরি সবাই আল্লাহপাকের অশেষ রহমতে কুশলেই আছেন আর্থাৎ ভালোই আছেন। পরকথা হলো, শুধুমাত্র দ্বীনদার পাত্র পাত্রী নিয়ে আদর্শ নিকাহ্ ফেসবুক পেইজAdarshaNikah.in যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ খুব কম সময়ের মধ্যে অনলাইন জগতে আমাদের ম্যারেজ মিডিয়া খুব ভালো কাজ করে আল্লাহর রহমতে। যার ফলশ্রুতিতে একের পর এক বিবাহ সম্পাদন হতে থাকে এবং এখনো হয়ে আসছে। কখনও সন্তোষজনক ফিডব্যাক পেয়ে সোৎসাহে সামনে এগিয়েছে, কখনওবা আশাহত হতে হয়েছে তিক্ত অভিজ্ঞতায়, কিন্তু সব কিছুকে পিছনে রেখে আদর্শ নিকাহ্ পরিবার সামনে এগিয়ে গেছে, কারণ আদর্শ নিকাহ্ পরিবার সামান্য কোন উদ্দেশ্য নিয়ে গ্রুপ পরিচালনা করেনা। আমাদের প্রত্যেক এডমিন নিঃস্বার্থভাবে আল্লাহর ইবাদত জ্ঞান করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আদর্শ নিকাহ্ গ্রুপে তাঁর মূল্যবান সময়, শ্রম অর্থ দিয়ে গ্রুপকে এতদূর এগিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। 


 ডোনেশন চাওয়ার মূল উদ্দেশ্য ও আগামী পরিকল্পনা!

 উল্লেখ্য যে, ওয়েবসাইট ও আনুসাঙ্গিক আর কিছু কাজের জন্য আদর্শ  নিকাহ্ গ্রুপের এডমিনগণ প্রতিমাসে একটা সদকা করে থাকেন।

 আর ঠিক এজন্যই আদর্শ  নিকাহ্ গ্রুপ দ্বীনি চেতনা লালনকারী স্বেচ্ছাসেবী একটি প্ল্যাটফর্ম হিসেবেই সুপরিচিত। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আদর্শ  নিকাহ্ গ্রুপ-এর কার্যক্রমকে আরো গতিশীল ও সৃজনশীল করতে দীর্ঘদিন যাবৎ অনেক অর্থ, শ্রম, মেধা ও বুদ্ধি ব্যয়ে ওয়েবসাইট এবং অ্যাপ এর পাশাপাশি বিভিন্নরকম কার্যক্রম চলমান রয়েছে।

 ইতোমধ্যে এডমিন প্যানেলের নিজস্ব অর্থায়নে এবং একদল সুদক্ষ ডিজাইনার এবং ডেভোলপারের সুনিপুণ ফী সাবীলিল্লাহ শ্রমে ওয়েবসাইটের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে যা আমরা নিকাহ পরিবারের হাতে তুলে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

 যারা ইন্টারনেট জগৎ সম্পর্কে সম্যক অবগত তারা নিশ্চয়ই বুঝবেন বর্তমান প্রেক্ষাপটে আদর্শ  নিকাহ্ গ্রুপের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনায় এরকম একটি প্ল্যাটফর্মের জন্য একটা শক্ত ফান্ড তৈরি করা কতটা প্রয়োজন ও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী তিনি আমাদের এই বৃহৎ তাকাযাকে দ্রুত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।

 আদর্শ নিকাহ্ গ্রুপ-এর শুরুলগ্ন থেকেই গ্রুপের কার্যক্রম পরিচালনার যাবতীয় খরচাদি এডমিন ও মোডারেটর প্যানেলই বহন করে আসছেন। তবে ওয়েবসাইট, অ্যাপ ডেভেলপিং, ডোমেইন, হোস্টিং সহ যাবতীয় খরচগুলোতে আদর্শ নিকাহ্ গ্রুপ-এর একান্ত হিতাকাঙ্খীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

 এছাড়াও যেহেতু ভবিষ্যত পরিকল্পনায় গণবিবাহ এবং অসহায়দের বিয়ে দেওয়ার মহৎ কার্যক্রম আমরা শুরু করতে চাচ্ছি, সেহেতু ফান্ড তৈরি করাটাও জরুরি ছিলো। এতে গ্রুপের কার্যক্রমে যেমন গতি বাড়বে, মানুষ উপকৃতও হবে বেশি। হিতাকাঙ্খীদের এই পরামর্শটিকে আমলে নিয়ে আদর্শ  নিকাহ্ গ্রুপের উন্নয়ন ফান্ড গঠন করা হয়েছে। এখন থেকে যারা আদর্শ  নিকাহ্ গ্রুপ থেকে উপকৃত হয়ে সাদাকা বা হাদিয়া দিতে চান, তাঁরাও এই ফান্ডে সাদকা করতে পারেন। পাশাপাশি AL AMIN EDUCATIONAL & WELFARE TRUST কে  জনসেবামূলক একটা প্রতিষ্ঠানে হিসাবে আপনাদের অনুদান মাসিক, বাৎসরিক বা এককালীন প্রদান করতে পারেন।

 

আদর্শ  নিকাহ্ গ্রুপের উন্নয়ন ফান্ডে ও AL AMIN EDUCATIONAL & WELFARE TRUST  ছদকায়ে জারিয়া হিসাবে অংশগ্রহণ করতে, অনুদান পাঠানোর পর অবশ্যই কোন ফান্ডে, কোন মাধ্যমে, কত পরিমাণ টাকা পাঠিয়েছেন, সেটা আমাদের +917797965885 এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করে অনুগ্রহ জানাবেন। ইনশা-আল্লাহ !

আল্লাহ সবার খিদমতকে কবুল করুন। আমিন।

 

কামনায়,

Humayun Sk
এডমিনঃ আদর্শ নিকাহ্ Adarsha Nikah ফেসবুক পেইজ AdarshaNikah.in ওয়েবসাইট 

পরিচালকঃ Al AMIN EDUCATIONAL & WELFARE TRUST


ডোনেশন করতে নিচের বাটানটি টিপুন