নির্দেশনা বা নির্দেশাবলী

আর্দশ নিকাহ্ তে কিভাবে বায়োডাটা জমা দিবো?

l ওয়েবসাইট থেকে কিভাবে বায়োডাটা জমা দিবো !

১.আর্দশ নিকাহ্ র আফিশিয়াল ওয়েবসাইট AdarshaNikah.in মূলপেইজের (Home Page)   বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করে বায়োডাটা তৈরি করুন। আথবা প্রথমে আর্দশ নিকাহ্ র আফিশিয়াল ওয়েবসাইট AdarshaNikah.in প্রবেশ করে বাম দিকের মূল মেনু অপসনে ক্লিক করুন তার পর বায়োডাটা তৈরি করুন সাবমেনু অপসনে ক্নিক করুন ।

২. বায়োডাটা তৈরির পূর্বে আর্দশ নিকাহ্ -র শর্ত সমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৩. বায়োডাটা ফর্ম ফিলাপের সময় ফর্মের সকল তথ্য সঠিকভাবে দেওয়া শেষ হলে বায়োডাটার ফর্মটি শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করবেন এবং সব তথ্য ভালভাবে পরিদর্শন করে Submit বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন।

৪. কয়েকদিনের মধ্যে আর্দশ নিকাহ্ কাস্টমার কেয়ার থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফিকেশন করা হতে পারে।

৫. আদর্শ নিকাহ্ কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে একটি মেইল বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে এপ্রুভ অথবা নট-এপ্রুভ স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ ।

   l ফেসবুক পেইজ থেকে কিভাবে বায়োডাটা জমা দিবো !

১. প্রথমে আর্দশ নিকাহ্ র আফিশিয়াল ফেসবুক পেইজ facebook.com/AdarshaNikah তে গিয়ে Featured অপসন থেকে বায়োডাটা তৈরি করুন এ ক্লিক করে বায়োডাটা তৈরি করুন।

২. বায়োডাটা তৈরির পূর্বে আর্দশ নিকাহ্ -র শর্তসমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৩. বায়োডাটা ফর্ম ফিলাপের সময় ফর্মের সকল তথ্য সঠিকভাবে দেওয়া শেষ হলে বায়োডাটার ফর্মটি শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করবেন এবং সব তথ্য ভালভাবে পরিদর্শন করে Submit বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন।

৪. কয়েকদিনের মধ্যে আর্দশ নিকাহ্ -র কাস্টমার কেয়ার থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফিকেশন করা হতে পারে।

৫. আর্দশ নিকাহ্ -র কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে একটি মেইল বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে এপ্রুভ অথবা নট-এপ্রুভ স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ ।

     লক্ষণীয়ঃ বায়াডাটায় সকল তথ্য স্পষ্ট করে লিখবেন। বাংলিশ ভাষায় বায়োডাটা তৈরি করবেন না।



আর্দশ নিকাহ্ তে বায়োডাটা এডিট করবো কিভাবে?

    ১.প্রথমে আর্দশ নিকাহ্ র আফিশিয়াল ওয়েবসাইট AdarshaNikah.in প্রবেশ করে বাম দিকের মূল মেনু অপসনে ক্লিক করুন তার পর বায়োডাটা এডিট করুন সাবমেনু অপসনে ক্নিক করুন ।

২. পাত্র হলে পাত্রের বায়োডাটা এডিট করুন বাটনে ক্লিক করুন। আর পাত্রী হলে পাত্রীর বায়োডাটা এডিট করুন বাটনে ক্লিক করুন।

৩. এরপর আপনাকে  বায়োডাটা এডিট’ ফর্মে প্রবেশ করানো হবে ।

৪. এরপর আপনি যে তথ্যটি এডিট করতে চান সেখানে প্রবেশ করে এডিট শেষে বায়োডাটা রিভিউ করুন এবং Submit বাটনে ক্লিক করুন।

৫. আর্দশ নিকাহ্ -র কাস্টমার কেয়ার থেকে আপনার এডিট করা তথ্য রিভিউ করা হবে।

৬. রিভিউ শেষে একটি মেইল বা বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে এপ্রুভ অথবা নট-এপ্রুভ স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ।



আর্দশ নিকাহ্ তে বায়োডাটা সাময়িক সময়ের জন্য হাইড করবো কিভাবে

     পাত্র/পাত্রী পক্ষের সাথে বিয়ের কথা চলা অবস্থায় আপনার বায়োডাটা হাইড করে রাখুন। এছাড়াও আপনি যে কোনো কারণে যে কোনো সময়কালের জন্য বায়োডাটা হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার বায়োডাটা সার্চ রেজাল্টে দেখানো হবে না।

১. প্রথমে আর্দশ নিকাহ্ র আফিশিয়াল ওয়েবসাইট AdarshaNikah.in প্রবেশ করে বাম দিকের মূল মেনু অপসনে ক্লিক করুন তার পর বায়োডাটা হাইড ও লাইভ করুন সাবমেনু অপসনে ক্নিক করুন ।

২. এরপর বায়োডাটা হাইড ও দৃশামান করার পর্বে বায়োডাটা হাইড ও লাইভ করার নিয়মটা পড়ুন

৩. এরপর বায়োডাটা হাইড ও লাইভ করুন বাটানে ক্লিক করুন

৪. এরপর আপনাকে  ‘বায়োডাটা হাইড ও লাইভ’ ফর্মে প্রবেশ করানো হবে ।

৫. এরপর আর্দশ নিকাহ্ -র কাস্টমার কেয়ার থেকে আপনার ‘হাইড ও লাইভ’ করা বায়োডাটাটি রিভিউ করা হবে।

৫. রিভিউ শেষে একটি মেইল বা বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে এপ্রুভ অথবা নট-এপ্রুভ স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ।

৬. আপনার কাঙ্খিত বাযোডাটাটি 48 ঘন্টার মধ্যে  ‘হাইড ও লাইভ’ করা হবে  ইন শা আল্লাহ।

#একই উপায়ে আবার যে কোনো সময় বায়োডাটা লাইভ করতে পারবেন। 



 আর্দশ নিকাহ্ তে বায়োডাটা ডিলিট করবো কিভাবে?

১. প্রথমে আর্দশ নিকাহ্ র আফিশিয়াল ওয়েবসাইট AdarshaNikah.in প্রবেশ করে বাম দিকের মূল মেনু অপসনে ক্লিক করুন তার পর বায়োডাটা ডিলিট করুন সাবমেনু অপসনে ক্নিক করুন ।

২. এরপর বায়োডাটা ডিলিট করুন বাটনে ক্লিক করে নির্দিষ্ট ফর্মটি ফিলাপ করুন।

৩. তারপর আপনাকে  বায়োডাটা ডিলিট’ ফর্মে প্রবেশ করানো হবে ।

৪. আর্দশ নিকাহ্ -র কাস্টমার কেয়ার থেকে আপনার ডিলিট করা বাযিডাটাটি রিভিউ করা হবে।

৫. রিভিউ শেষে 7 দিনের মধ্যে ভেরিফিকেশন করে আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেই্জ থেকে ডিলিট করা হবে এবং আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ ও SMS দ্বারা জানিয়ে দেওয়া হবে ইনশা-আল্লাহ 


লক্ষণীয়: 

১। আপনার বায়োডাটা ডিলিট করলে আর ফেরত আনতে পারবেন না। সাময়িক সময়ের জন্য প্রয়োজন হলে হাইড করে রাখতে পারেন। 

২। একমাত্র বিবাহ হয়ে যাওয়া ছাড়া ৩ মাসের মধ্যে বায়োডাটা ডিলেট করতে চাইলে ৩০০ টাকা জরিমানা দিতে হবে এবং বায়োডাটা ডিলেট করে পুনরায় নতুন করে বায়োডাটা দিতে চাইলে জরিমানা স্বরূপ ৫০০ টাকা ফি প্রদান করতে হবে ।



কিভাবে কানেকশন পয়েন্ট ক্রয় করবো?

l কানেকশন পয়েন্ট কি?

AdarshaNikah.in (আর্দশ নিকাহ্ Adarsha Nikah) এ একজন পাত্র বা পাত্রীর অভিভাবকের যোগাযোগ তথ্য পেতে একটি কানেকশন পয়েন্ট ব্যবহার করতে হয়। নিম্নবর্ণিত উপায়ে কানেকশন পয়েন্ট ক্রয় করতে পারবেন!

. প্রথমে আর্দশ নিকাহ্ র আফিশিয়াল ওয়েবসাইট AdarshaNikah.in প্রবেশ করে বাম দিকের 

২. মূল মেনু অপসনে ক্লিক করুন তার পর কানেকশন পয়েন্ট করুন সাবমেনু অপসনে ক্নিক করুন।

৩. এরপর কানেকশন পয়েন্ট করুন বাটনে ক্লিক করে নির্দিষ্ট ফর্মটি ফিলাপ করুন।

আথবা  যেবায়োডাটাটি দেখছেন বা পছন্দ হয়েছে তার নিচে কানেকশন পয়েন্ট কিনুন নামে একটি বাটান আছে সেখানে ক্লিক করে নির্দিষ্ট ফর্মটি ফিলাপ করুন।

৪. আর্দশ নিকাহ্ -র কাস্টমার কেয়ার থেকে আপনার কাঙ্খিত বায়োডাটাটি রিভিউ করা

বিশেষ দ্রষ্টব্য :  আপনার কানেকশন পয়েন্ট কেনা সফল হলে; আপনার কাঙ্খিত বায়োডাটার অভিভাবকের যোগাযোগের তথ্য  ও সম্পূর্ন বায়োডাটা pdf 📄আকারে আপনাকে 48 ঘন্টার মধ্যে WhatsApp & SMS  💌 📩 করে দেওয়া হবে ইনশাআল্লহ!



আমি কিভাবে আমার কাঙ্খিত বায়োডাটা খুঁজবো?

প্রথম পদ্ধতি। আপনি AdarshaNikah.in এ প্রবেশ করে ''সার্চ করুন বায়োডাটা কোড দিয়ে" সার্চ আপশনে গিয়ে বায়োডাটা কোড লিখুন(যেমন- ANBIOM1) এবং সার্চ করে আপনার কাঙ্খিত বায়োডাটাটি খুঁজুন।


দ্বিতীয় পদ্ধতি। আপনি AdarshaNikah.in এ প্রবেশ করে বাম দিকে ''ত্রিপেল বার বা মেনুবার" আপশনে ক্লিক করে নিচে "বায়োডাটা ফিল্টার" সেকশনের ভিতরে আনেক উপায়ে বায়োডাটা ফিল্টার করতে পারেন, তবে আপাতত At a Time যেকোন একটি আপশন ব্যাবহার করতে পারেন ফিল্টার করার জন্য।


তৃতীয় পদ্ধতি। আপনি AdarshaNikah.in এ প্রবেশ করে নিচে দিকে গিয়ে "আদর্শ নিকাহ্-AdarshaNikah এর সমস্ত বায়োডাটা সমূহ" সেকশনে গিয়ে যেকোন একটি বায়োডাটা ওপেন করুন; এরপর ডান দিকে ''বায়োডাটা ফিল্টার(ফিল্টারিং)" / ''ক্যাটাগরি অনুযায়ী বায়োডাটা" / ''পাবলিশ ডেট অনুযায়ী বায়োডাটা"  আপশনে ক্লিক করে আনেক উপায়ে বায়োডাটা ফিল্টার করতে পারেন, তবে আপাতত At a Time যেকোন একটি আপশন ব্যাবহার করতে পারেন ফিল্টার করার জন্য।