বিয়ের পর্বে করণীয়
➤ AdarshaNikah.in বা "আদর্শ
নিকাহ্ Adarsha Nikah" পেইজ থেকে বায়োডাটা পছন্দ হলে
বিয়ের আগে ভালভাবে খোঁজ নিয়ে বিয়ে করতে হয়। নিচে আলোচনা করা হলো কী কী উপায়ে খোঁজ
করা যেতে পারে।
➤ পাত্র/পাত্রীর বাবার কর্মস্থলে খোঁজ নিবেন, আশেপাশের কলিগদের কাছে খোঁজ নিবেন,
তারা মানুষ হিসেবে কেমন তা বের হয়ে আসবে।
➤ পাত্র/পাত্রীর এলাকায় সশরীরে যেয়ে আশেপাশের ৫-১০ টা
বাড়ি ও দোকানে খোঁজ নিবেন, তাহলে প্রতিবেশীরা কেমন বলে জেনে নিতে পারবেন, সাথে পাত্রী কেমন পর্দা করে খোঁজ নেয়া হয়ে যাবে।
➤ পাত্র হলে অবশ্যই মসজিদে খবর নিবেন, ঈমাম মুয়াজ্জিন ও এলাকার মুরুব্বীরা
বলে দিতে পারবে সে মসজিদে আসে কি না।
➤ পাত্র/পাত্রী স্টুডেন্ট হলে রানিং পড়াশোনার
প্রতিষ্ঠান বা মেসে খোঁজ নিবেন, তাহলে সে আসলে দ্বীন মানে কি না সহজেই বের হয়ে আসবে। অন্য
খারাপ কিছু থাকলেও বের হয়ে আসবে।
➤ পাত্র হলে, অবশ্যই অবশ্যই তার কর্মস্থল ও
আশেপাশে খোঁজ নিবেন। তাহলে তার প্রফেশনাল লাইফের অবস্থা বের হয়ে আসবে।
এই কয়েক স্তরে খোঁজ নেয়ার পর যদি এভারেজ ভাল সংবাদ আসে, তারপর ইস্তেখারা করবেন, সেটাতেও ভাল ফল আসলে আল্লাহর নাম
নিয়ে বিয়ের জন্য এগিয়ে যাবেন।
❏ বিয়ের আগে অবশ্যই ভালভাবে খোঁজ নিয়ে বিয়ে
করবেন, ১০-১৫ দিন সময় নিন প্রয়োজনে